মাতৃরূপেণ—১০, মেনকার প্রতি গিরি—শুভদীপ সাহা
- Get link
- X
- Other Apps
মেনকার প্রতি গিরি
পর্ব: আগমনী
সজ্জা: লঘু ত্রিপদী
—শুভদীপ সাহা
শ্রীপাট বরানগর। কলকাতা।
গিরি কি হুতাশে মেনকার পাশে
বসিয়া কহিল আজি।
ওহে গিরিরাণী শুন মোর বাণী
কিবা যে ঘটিল বাজি।।
প্রভাতে উঠিয়া পূজাগৃহে গিয়া
ধেয়ানে ধরিনু চিত।
উষার কিরণে অমল গগনে
শুনিনু বীণার গীত।।
দ্বিপ্রহর বেলা ঘটে সেই খেলা
হেরি যে রমার কায়া।
মাতামহ বলে ধেয়ে আসে কোলে
নাহি বুঝি কার মায়া।।
সায়াহ্নের কালে দিকচক্রবালে
পাটেতে বসিল ভানু।
কি ঘটিল রাণী শুনল বাখানি
শুনিলে হইবে স্থাণু।।
বেদাগম মতে যাহা বিধি রটে
সেমত ধ্যানেতে বসিয়া।
হেরিনু হৃদয়ে পিতা পিতা কয়ে
উমা বিদারিল হিয়া।।
ছিল সাধ মনে হেম-রথাসনে
উমার মুরতি হেরি।
উমা লয়ে হরে নাচে বৃষ’পরে
নাচে গণে দুহুঁ ঘেরি।।
গায়ত্রী ব্যাহৃতি যত মোর স্থিতি
সকলি ছুটিল সঙ্গে।
হরের ঘরণী হেমের বরণী
ছাই মাখে হেম-অঙ্গে।।
কার কাছে কব হেন অনুভব
পরাণে পাষাণ হানা।
নয়নের জল নারীরই কেবল
পুরুষে প্রকাশে মানা।।
ভনে কালীদাসে গিরির সকাশে
শুন ওহে গিরিরাজা।
আপনি আপনে আঁখি বরিষণে
কেন গো দিতেছ সাজা।।
রাণীরে লইয়া হের গো আসিয়া
আগমনী ঋতু সাজে।
কাশের দোলনি অমিয়া ভোলনি
সেই রূপে উমা রাজে।।
[গিরিরাজ ও মেনকার চিত্র—ইন্টারনেট থেকে সংগৃহীত।]
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment